মান নিয়ে প্রশ্ন

বাণিজ্য মেলায় বাড়তি দামে কিনতে হচ্ছে খাবার

রফিকুল ইসলাম, পূর্বাচল প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫, ০৪:৪৯ পিএম
বাণিজ্য মেলায় বাড়তি দামে কিনতে হচ্ছে খাবার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় রেস্তোরাঁয় খাবারের দাম নিয়ে বিড়ম্বনায় পড়ছেন ক্রেতা দর্শনার্থীরা। অভিযোগ উঠেছে বাড়তি দামে কিনতে হচ্ছে খাবার। যার মান নিয়েও রয়েছে প্রশ্ন।

মেলায় খাবারের বাড়তি দামে নাকাল ক্রেতা দর্শনার্থীরা। বলছেন মান নিয়ে রয়েছে নানা প্রশ্ন।

ব্যবসায়ীদের দাবি, আয়োজক সংস্থা ইপিবির বেঁধে দেয়া দামেই বিক্রি হচ্ছে খাবার মান নিয়ে সতর্ক করেছে ভোক্তা অধিকার।

ঢাকা থেকে মেলায় আগত দর্শনার্থী কামরুল ইসলাম জানায়, খাবারে মান খুবই বাজে, এখানে দুইটা নান রুটি চাপ ৪৫০ টাকা বিল হয়েছে। এটা বাইরে হলে ৩০০ টাকার মত বিল হইতো।

মেলায় রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে গাজীপুর থেকে আসা সোয়েব সরকার জানান, মাটন কাচ্চি খেয়েছি ৪০০ টাকা করে প্লেট আসলে যে মান ছিল তা মানসম্মত না।

দাম প্রসঙ্গে ব্যবসায়ীরা জানান, ইপিবির সাথে আমাদের একটা মিটিং হয় সেখানে ভোক্তাঅধিকার থাকে তাদের সাথে মিটিং এর পর খাবারের দাম নির্ধারণ করে সেই নির্ধারিত দামেই আমরা খাবার বিক্রি করছি।

ইপিবি জানায়, রেস্তোরাঁর ভাড়া বেশি যার প্রভাব পরেছে খাদ্য পণ্যের দামে। বড় মানের একটি রেস্টুরেন্ট পেতে হলে ন্যূনতম ১৭ থেকে ২০ লক্ষ টাকার মত খরচ আসে এবং রেস্টুরেন্ট গুলোতে ওয়ার্কার থাকে এক দেড়শো লোকের এনগেজমেন্ট থাকে তাদের প্রতিদিনকার পারিশ্রমিক স্বাভাবিকভাবে বাজারের অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় কিছুটে হলেও বাড়বে এটিকে কোনো ভাবে অস্বীকার করার সুযোগ নাই।

এদিকে খাবারের দাম ও মান নিয়ে দোকানীদের নিয়মিত সতর্ক করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

ইএইচ