পলিথিন কারখানায় অভিযান, পরিবেশ অধিদপ্তরের পরিচালকের ওপর হামলা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৫, ০৯:৩৮ পিএম
পলিথিন কারখানায় অভিযান, পরিবেশ অধিদপ্তরের পরিচালকের ওপর হামলা

রাজধানীর চকবাজারে নিষিদ্ধপলিথিন কারখানায় অভিযান শেষে ফেরার পথে হামলার শিকার হয়েছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. শওকত আলী। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। হামলার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের জনসংযোগ দপ্তর থেকে বলা হয়, আজ পরিবেশ অধিদপ্তরের নিয়মিত অভিযান হিসেবে চকবাজারে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযান শেষে মালামাল জব্দ ও কারখানা সিলগালা করে ফিরে আসার সময় কারখানার লোকজন হামলা করে। এরপর হামলাকারীরা জব্দ করা মেশিন ও মালামালভর্তি ট্রাক ভাঙচুর করে সব নিয়ে যান। এসময় অভিযানের নেতৃত্বে ছিলেন বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রুবিনা ফেরদৌসী।

এ বিষয়ে পুলিশে সহকারি উপ-পরিদর্শক (এএসআই) (পিওএম) মো. মাসুদ জানান, চকবাজারের ইসলামবাগ এলাকায় দুপুরে পরিবেশ অধিদপ্তর পরিচালক ইনফোর্সমেন্ট রুবিনা ফেরদৌসীর (উপ-সচিব) নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শওকত আলি একটি পলিথিন কারখানায় অভিযান পরিচালনা করেন। এসময় ফ্যাক্টরির কর্মচারী ও বাইরের কিছু লোকজন এতে বাঁধা দেয়। পরে দস্তা-দস্তীর সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শওকত আলী মাথায় ও নাকে আঘাত পান। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে নাক কান গলা বিভাগের ৩০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়।

তিনি আরও জানান, যে ফ্যাক্টরিতে অভিযান চলাকালীন সময় হামলা হয়েছে ফ্যাক্টরির নাম মায়ের দোয়া ইকরা প্লাস্টিক মালিক ইলিয়াস সরদার।

অভিযানে নেতৃত্ব দেওয়া রুবিনা ফেরদৌসী সাংবাদিকদের বলেন, অভিযানে মালামাল জব্দ করে কারখানাটি সিলগালা করা হয়। পরে হেঁটে মূল সড়কে যাওয়ার সময় কারখানার লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালান। এতে একজন পরিচালক আহত হয়েছেন। তার মাথা ও মুখের বিভিন্ন অংশে আঘাত লেগেছে।

আরএস