দূষিত বায়ুর শহরে আজও শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ১০:২১ এএম
দূষিত বায়ুর শহরে আজও শীর্ষে ঢাকা

মানের কিছুটা উন্নতি হলেও আজ সোমবারও বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে রাজধানী ঢাকা।

শহরটির বায়ুমানের স্কোর এখন ২৫৩, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে ধরা হয়।

সোমবার সকাল ৯টা ৩৪ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে রোববারও ঢাকার অবস্থান ছিল শীর্ষে এবং বায়ুমানের স্কোর ছিল ৩৯৫, যা ‘বিপজ্জনক’ বলে ধরা হয়।

সোমবার সকাল ৯টা ৩৪ মিনিটে সূচকে দেখা গেছে, ২১০ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মিয়ামারের ইয়াঙ্গুন।

তালিকায় এখন তৃতীয় স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু, স্কোর ১৮৪; একই স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে বসনিয়া হারজেগোভিনিয়ার সারাজেভো এবং পঞ্চম স্থানে ভারতের দিল্লি।

তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটর, স্কোর ১৮২; সপ্তম স্থানে আফগানিস্তানের কাবুল, স্কোর ১৭৪; অষ্টম ভারতের কলকাতা, স্কোর ১৭৪; নবম কিরগিজস্থানে বিশকেক, স্কোর ১৬৯; দশম স্থানে রয়েছে পাকিস্তানের করাচি, স্কোর ১৬৭।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার প্রতিদিনই বায়ুদূষণের তালিকা প্রকাশ করে। একিউআই স্কোরের মাধ্যমে এর মান পর্যবেক্ষণ করা হয়।

ইএইচ