সারজিস আলমের দাদার মৃত্যু

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৫:৩৬ পিএম
সারজিস আলমের দাদার মৃত্যু
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। ছবি: সংগৃহীত

সমন্বয়ক সারজিস আলমের দাদা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। আজ সোমবার দুপুরের দিকে তিনি মৃত্যুবরণ করেন।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে নিজের ফেরিফায়েড ফেসবুক আইডিতে সংবাদটি শেয়ার করেছেন সারজিস আলম। ওই পোস্টে তিনি লেখেন, ‘কিছুক্ষণ আগে আমার প্রাণপ্রিয় দাদা আমাদের সবাইকে ছেড়ে আল্লাহর জিম্মায় চলে গিয়েছেন। আমার প্রিয় দাদা...’

এক ঘণ্টার মধ্যে পোস্টটিতে প্রায় লক্ষাধিক মানুষ প্রতিক্রিয়া জানান। পোস্টের নিচে অনেকেই মন্তব্যও করেছেন। সারজিস আলমের মরহুম দাদার রুহের মাগফেরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অনেকে।

১৯৯৮ সালে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় জন্মগ্রহণ করেন সারজিস আলম। তার বাবা আকতারুজ্জামান সাজু ও মা বাকেরা বেগম। দুই ভাইয়ের মধ্যে সারজিস বড়। তার ছোট ভাই শাহাদাত হোসেন সাকিব।

সারজিস আলম ঢাকার বিএএফ শাহীন কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জুলাই অভ্যুত্থানের অন্যতম এই নেতা।

আরএস