নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর উচ্চ বিদ্যালয় মাঠে এসব কম্বল বিতরণ করা হয়।
মতবিনিময় সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠানে ভালাইন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আফাজ উদ্দিনের সঞ্চালনায় ও মান্দা মোমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক (অব.) আশিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মকলেছুর রহমান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু ।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা তুলে ধরেন বক্তারা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুকুল, মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম,মান্দা উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, মান্দা উপজেলা সমবায়দলের সদস্য সচিব এনামুল হক, মান্দা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক, মান্দা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেক প্রমুখ।
ইএইচ