দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। আজ (সোমবার) সকালে শহরটির বাতাসের মান বিপজ্জনক অবস্থানে রয়েছে।
এদিন সকাল ৮টা ২৯ মিনিটে ৩৯২ একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল প্রথম।
এই তালিকায় ২৪৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ভারতের মুম্বাই। সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এই শহরটির দূষণ স্কোর ২২৫।
একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। এদিকে ২০১ থেকে ৩০০ এর মধ্যে একিউআই স্কোর ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।
এছাড়া ৩০১ এর বেশি হলে `বিপজ্জনক` হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
ইএইচ