তৌহিদ-জয়শঙ্কর বৈঠক

আলোচনা হলো দ্বিপক্ষীয় সম্পর্কের চ্যালেঞ্জ ও সহযোগিতা প্রসঙ্গে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ১০:৩৯ এএম
আলোচনা হলো দ্বিপক্ষীয় সম্পর্কের চ্যালেঞ্জ ও সহযোগিতা প্রসঙ্গে

ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত অষ্টম ভারত মহাসাগর সম্মেলনের (আইওসি) ফাঁকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের মধ্যে একটি বৈঠক হয়। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ প্রচেষ্টার গুরুত্বের ওপর জোর দেন তারা।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে তৌহিদ হোসেন গঙ্গা নদীর পানি চুক্তির নবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। একইসঙ্গে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) স্থায়ী কমিটির বৈঠক আহ্বানের প্রস্তাব করেন এবং এ বিষয়ে ভারতের সমর্থন চান।

আগামী ১৮-২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সীমান্ত-সংক্রান্ত বিভিন্ন ইস্যু সমাধানে এই বৈঠক নিয়ে দুই পক্ষই আশাবাদী।

বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়েও আলোচনা করেন। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের পার্শ্ববৈঠকের পর থেকে দুই দেশ একাধিক দ্বিপক্ষীয় সংলাপে অংশ নিয়েছে, যার মধ্যে গত ৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক উল্লেখযোগ্য।

তারা ১০-১১ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘ইন্ডিয়া এনার্জি উইক’-এ বাংলাদেশের জ্বালানি উপদেষ্টার অংশগ্রহণের বিষয়েও আলোচনা করেন।

তৌহিদ-জয়শঙ্করের এই বৈঠকে সীমান্ত সম্মেলনের প্রসঙ্গও উঠে আসে। উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেন যে এই বৈঠকের মাধ্যমে সীমান্ত সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান সহজ হবে।

উল্লেখ্য, সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে। চার দিনব্যাপী এ সম্মেলনে বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে ১৪ সদস্যের একটি বাংলাদেশ প্রতিনিধিদল অংশ নেবে।

এছাড়া, তৌহিদ হোসেন ব্রুনাইয়ের সহকারী পররাষ্ট্রমন্ত্রী, ভিয়েতনামের উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং তানজানিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। সোমবার ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

ইএইচ