জাতিসংঘের শরণার্থীবিষয়ক (ইউএনএইচসিআর) হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বলেছেন, রোহিঙ্গা সমস্যার সমাধান মিয়ানমারে বসেই করতে হবে। কিন্তু মিয়ানমারের পরিস্থিতি খুব জটিল, সেখানে নানা ধরনের দ্বন্দ্ব চলছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর এমন মন্তব্য করেন তিনি।
সংকট সমাধানে মিয়ানমারকে তাগিদ দেয়া হচ্ছে বলেও জানান জাতিসংঘের এই কর্মকর্তা। তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে বসেই রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান করতে হবে। এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে পুরোপুরি একমত জাতিসংঘ। তবে মিয়ানমারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করাও এখন চ্যালেঞ্জিং বিষয়। কেননা দেশটি এখন অস্থিতিশীল অবস্থার মধ্যদিয়ে যাচ্ছে।
তবে এরইমধ্যে শরণার্থী বিষয়ে মিয়ানমারের কনফারেন্সের প্রস্তাবনাকে ইতিবাচকভাবে দেখছে জাতিসংঘ।
এদিকে রাজনৈতিক পটপরিবর্তনের পর অর্থনৈতিকসহ নানা অস্থিরতার মধ্যেও রোহিঙ্গাদের প্রতি সহযোগিতা অব্যাহত রাখায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফিলিপ্পো গ্রান্ডি।
তিন দিনের সফরে প্রধান উপদেষ্টা ও তার মিয়ানমার বিষয়ক প্রতিনিধি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন ইউএনএইচসিআর-এর সর্বোচ্চ কর্তাব্যক্তি। এ ছাড়াও কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে।
বিআরইউ