নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ৩৬ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল থেকে দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়ে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন হিযবুত তাহরীরের প্রধান সংগঠক সাইফুল ইসলাম।
পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমের বরাত দিয়ে শনিবার এক বিজ্ঞপ্তিতে প্রেস উইং জানায়, সমাবেশের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অনেক সদস্যকে শনাক্ত করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মসূচিতে যোগদানের জন্য তাদের গ্রেপ্তার করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে বেশ কয়েকটি মামলা দায়ের করেছে পুলিশ।
আরএস