শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ এবং ২৪ এর গণ-অভ্যুত্থানের সকল শহীদদের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিসিএস ২১তম বিসিএস অল ক্যাডার ফোরামের কর্মকর্তারা৷
শুক্রবার রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে ২১তম বিসিএস অল ক্যাডার ফোরামের ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন সংগঠনটির শীর্ষ নেতৃবৃন্দ৷
তারা বলেন, স্বাধীনতার ৫০ বছর অতিক্রম করলে একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা পাইনি৷ ফলে ২০২৪ সালে আবারও অজস্র ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমাদের নতুন স্বাধীনতার সূর্য উদিত হয়েছে৷
তারা বলেন, গাজার নিপীড়িত নারী, শিশু, বৃদ্ধ ও শহীদদের জন্য আমাদের হৃদয়ের রক্তক্ষরণ হয়৷ আল্লাহ যেন তাদের জীবিতদের কষ্ট লাঘব করেন এবং শহীদদের জান্নাত নসিব করেন।
ইফতার মাহফিলে শিক্ষা ক্যাডারের কর্মকর্তা মুন্সি হুমায়ুন কবিরের সঞ্চালনায় বক্তব্য দেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব ও ফোরামের সভাপতি ড. মো. মিজানুর রহমান এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ডিআইজি ও ফোরামের মহাসচিব মোহাম্মদ তাহেরুল হক চৌহান৷
এছাড়া গেস্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন ড. নাজমুল করিম খান ডিআইজি বাংলাদেশ পুলিশ এবং পুলিশ কমিশনার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, এবং কর্নেল মো. ফয়সাল আহাম্মদ ভুঁইয়া, পিএসসি উপমহাপরিচালক (প্রশাসন) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
ইফতার মাহফিলে ২১তম বিসিএস অল ক্যাডার ফোরামের সদস্যরা পারস্পরিক পেশাগত সৌহার্দ্য দৃঢ় করার পাশাপাশি দেশ ও জনগণের সেবায় নিজেদের নিয়োজিত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ইএইচ