ঈদযাত্রা

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২৩, ২০২৫, ১০:১৫ এএম
৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদের আগে ও পরে মিলিয়ে ছয়দিন দেশের মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

তবে নিত্যপ্রয়োজনীয় পণ্য, পচনশীল দ্রব্য, ওষুধ, সার, গার্মেন্টস পণ্য এবং জ্বালানি বহনকারী যানবাহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।

শনিবার মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করা হয়।

এতে স্বাক্ষর করেন বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন।

এর আগে গত ৯ মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে রাজধানীর বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে ১৬ মার্চ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশনা পাঠানো হয়।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ থেকে ২৮ মার্চ পর্যন্ত এবং ঈদের পরবর্তী তিনদিন, অর্থাৎ ২৯ থেকে ৩১ মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে বলা হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ জানিয়েছে, এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করা। এছাড়া যানজট নিরসন এবং দুর্ঘটনা রোধেও এ পদক্ষেপ সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

ইএইচ