রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবনের মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন।
রোববার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য জানান ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রপতি বঙ্গভবনে ঈদের নামাজ পড়বেন, আর প্রধান উপদেষ্টা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন হবে।
প্রতিবছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ৫টি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এরপর পর্যায়ক্রমে সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা এবং সবশেষ সকাল ১০টা ৪৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ইএইচ