মিয়ানমারে দ্বিতীয় দফায় ত্রাণ পাঠালো বাংলাদেশ

আমার সংবাদ ডেস্ক: প্রকাশিত: এপ্রিল ১, ২০২৫, ০২:৫১ পিএম
মিয়ানমারে দ্বিতীয় দফায় ত্রাণ পাঠালো বাংলাদেশ

মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দ্বিতীয় দফার জরুরি ওষুধ ও ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। 

মঙ্গলবার (০১ এপ্রিল) সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনীর তিনটি পরিবহন বিমানের মাধ্যমে এই ত্রাণ ও ওষুধ পাঠানো হয়।
ভেরিফায়েড ফেসবুক পেজে চিফ অ্যাডভাইজার (জিওবি) থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পোস্টে বলা হয়, মিয়ানমারে দ্বিতীয় দফার মিশনে তিন বাহিনীর উদ্ধার বিশেষজ্ঞ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি) এর চিকিৎসক, বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসক এবং বেসামরিক চিকিৎসকরা অন্তর্ভুক্ত রয়েছেন। মিশনে উদ্ধারকারী ও চিকিৎসক মিলিয়ে মোট সদস্য সংখ্যা ৫৫ জন। এছাড়া তিনটি বিমানে ৩৭ জন ক্রু সদস্য রয়েছেন।

আরও বলা হয়েছে, উদ্ধার ও চিকিৎসা দলের সদস্যরা তাদের স্বয়ংসম্পূর্ণ থাকার জন্য প্রয়োজনীয় সামগ্রী (রেশন, স্বাস্থ্যবিধি সরঞ্জাম, যোগাযোগ সরঞ্জাম, রান্নার উপকরণ ইত্যাদি) সঙ্গে নিয়েছেন। এছাড়া, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৮ টন শুকনো খাবার, ২ দশমিক ৫ টন পানি, ৪ টন ওষুধ, এক টন স্বাস্থ্যসামগ্রী এবং ১ দশমিক ৫ টন ত্রাণ তাবু পাঠানো হয়েছে।

এর আগে, গত রোববার বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মাধ্যমে মিয়ানমারে প্রথম দফার জরুরি ত্রাণ সামগ্রী পাঠানো হয়। যার মধ্যে ওষুধ, তাবু, শুকনো খাবার ও চিকিৎসক দল অন্তর্ভুক্ত ছিল।

বিআরইউ