পরিবেশ উপদেষ্টা

মাতুয়াইল থেকে ময়লার ভাগাড় পুরোপুরি সরিয়ে নেয়া সম্ভব নয়

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৫, ০৩:৩৭ পিএম
মাতুয়াইল থেকে ময়লার ভাগাড় পুরোপুরি সরিয়ে নেয়া সম্ভব নয়

রাজধানীর মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল দ্রুত সময়ে পুরোপুরি সরিয়ে নেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

শনিবার (৫ এপ্রিল) সকালে মাতুয়াইল এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

দক্ষিণ সিটি কর্পোরেশনের এই ময়লার ভাগার পরিদর্শনে এসে পরিবেশ উপদেষ্টা জানান, রাজধানীর মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিলের আশেপাশের এলাকার মানুষের জীবনযাত্রা ও স্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগ নিবে সরকার।

তবে শিগগিরই এই ময়লার ভাগাড় মাতুয়াইল থেকে পুরোপুরি সরিয়ে নেয়া সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, ময়লার ভাগাড়ে কোনভাবেই ময়লা পোড়ানো যাবে না।

এ সময় ব্যাটারি পোড়ানো বা ব্যাটারির সিসা আলাদা করা যাবে না বলেও জানান তিনি।

আরএস