দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা

রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ০১:২৯ পিএম
রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এবং গাজার সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সোমবার (৭ মার্চ) থেকে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে।

কর্মসূচির অংশ হিসেবে সায়েন্সল্যাব, মোহাম্মদপুর, বাড্ডা সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ক্লাস ও পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরাও সংহতি জানাচ্ছেন।

এদিন, বেলা ১১টা থেকে সায়েন্সল্যাব এলাকায় তিনটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলগুলো সায়েন্সল্যাব মোড় থেকে শুরু হয়ে বাটা সিগন্যালে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‍‍`ফ্রি প্যালেস্টাইন‍‍`, ‍‍`স্টপ কিলিং ইন গাজা‍‍` সহ নানা স্লোগান দেন।

বিক্ষোভে অংশগ্রহণকারী বেসরকারি প্রতিষ্ঠান স্টারটেকের এক কর্মী বলেন, "গাজায় ইসরায়েলি বাহিনী যেভাবে সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে, তা মানবতাকে প্রশ্নের মুখে ফেলেছে। শিশুরা, নারী এবং নিরীহ মানুষদের ওপর চলমান আক্রমণ অত্যন্ত নৃশংস।"

এছাড়া, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীরা বলেন, "গাজায় ইসরায়েলি বাহিনীর নির্মম হত্যাযজ্ঞ দেখে বাংলাদেশের শিক্ষার্থীরা ক্ষুব্ধ। তারা দ্রুত ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য বিশ্ববাসীর কার্যকর পদক্ষেপের আহ্বান জানান।"

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। "ইসরায়েলের কালো হাত, ভেঙ্গে দাও-গুড়িয়ে দাও", "সারা বিশ্বের মুসলমান, লড়াই করো-লড়াই করো", "ফিলিস্তিন মুক্তি পাক, ইসরায়েল নিপাত যাক" সহ নানা স্লোগান দেন তারা।

বুয়েটের শিক্ষার্থীরা বলেন, "গাজায় নিরীহ মানুষদের ওপর যে নৃশংসতা চলছে, তা শুধু একটি রাজনৈতিক সংকট নয়, এটি একটি মানবিক সংকট। আমরা গাজায় মানবাধিকার লঙ্ঘন, বোমাবর্ষণ এবং রাসায়নিক হামলার বিরুদ্ধে গভীর উদ্বেগ জানাচ্ছি।"

এদিকে, মোহাম্মদপুরে শিক্ষার্থীরা প্রতিবাদ কর্মসূচি পালন শেষে বিক্ষোভ মিছিল করেন। তাদের মিছিলটি মোহাম্মদপুর থেকে শুরু হয়ে আসাদগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয়।

ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড্ডায় বিক্ষোভ মিছিল বের করেন। অন্যদিকে, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি চলছে।

এছাড়া, ঝালকাঠিতে সড়ক অবরোধ করে বিক্ষোভের খবর পাওয়া গেছে। সকাল ৯টা থেকে শহরের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে ফায়ার সার্ভিস মোড়ে জড়ো হন হাজারো জনতা। এ সময় সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং জরুরি সেবা ছাড়া সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল।

এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনও সংহতি প্রকাশ করেছে।

ইএইচ