বর্ষবরণের শোভাযাত্রায় নজর কাড়ল ব্যতিক্রমী মুখাবয়ব

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫, ১০:৪৫ এএম
বর্ষবরণের শোভাযাত্রায় নজর কাড়ল ব্যতিক্রমী মুখাবয়ব

‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্যে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রায় একটি বিশেষ মুখাবয়ব কেন্দ্র করে দর্শনার্থীদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়।

সোমবার চারুকলা অনুষদের সামনে শোভাযাত্রার জন্য প্রস্তুত করা সাতটি মোটিফ বা প্রতিকৃতির মধ্যে একটি বিশেষ মুখাবয়বকে ‘ফ্যাসিবাদের প্রতীক’ হিসেবে উপস্থাপন করা হয়, যা ঘিরে দর্শনার্থীরা ছবি ও ভিডিও ধারণে ব্যস্ত হয়ে পড়েন।

শোভাযাত্রায় অংশ নেওয়া দর্শনার্থী শাকিল আহমেদ বলেন, "এই মুখাবয়ব আমাদের সমাজে দীর্ঘদিন ধরে চলা একনায়কতন্ত্রের বিরুদ্ধে একটি প্রতীকী প্রতিবাদ। মানুষের কণ্ঠরোধ, অধিকার হরণ ও দমননীতির বিরুদ্ধে এভাবেই প্রতিবাদ জানানোর সুযোগ পাওয়া যায়।"

চারুকলা অনুষদের শিল্পীরা জানান, শোভাযাত্রায় প্রতিবছর বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বার্তা পৌঁছে দিতে প্রতীকী মুখাবয়ব তৈরি করা হয়। তবে এবার তৈরি করা ‘ফ্যাসিস্ট’ মুখাবয়বটি দুই দিন আগে রাতে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। পরে সেটিকে ককশিট ব্যবহার করে নতুনভাবে তৈরি করা হয়।

শোভাযাত্রাটি ঘিরে সবার মধ্যে উৎসবের আমেজ বিরাজ করলেও এই ব্যতিক্রমী উপস্থাপনায় অনেকে গভীর বার্তা খুঁজে পেয়েছেন বলে জানান উপস্থিত অনেকেই।

ইএইচ