রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে বাংলাদেশ এখন ‘উভয় সংকটে’ রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
শুক্রবার, ফরেন সার্ভিস ডে উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “রোহিঙ্গা প্রত্যাবাসনে আরাকান আর্মি এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ না পারছে তাদের সঙ্গে সরাসরি আলোচনা করতে, না পারছে তাদের এড়িয়ে যেতে।”
তিনি আরও বলেন, জাতীয় স্বার্থে প্রয়োজন হলে অরাষ্ট্র প্রতিষ্ঠানের সঙ্গেও আলোচনায় বসা যেতে পারে।
প্রবাসী বাংলাদেশিদের সমস্যা প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, “প্রবাসীদের সমস্যার সমাধান আগে করতে হবে। দূতাবাসের সীমাবদ্ধতা থাকলেও জনগণকে সেবা দিতে হবে।”
তিনি জানান, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে ৮০ শতাংশ সমস্যা দেশ থেকেই তৈরি হয়, যা পরে দূতাবাসকে সামাল দিতে হয়। সঠিক প্রশিক্ষণ ও শিক্ষা দিয়ে কর্মী পাঠাতে পারলে প্রবাসীদের দুর্ভোগ কমবে এবং দূতাবাসগুলোর ওপর চাপও হ্রাস পাবে।
রেমিট্যান্স প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “১৯৮০-এর দশকে রপ্তানি ছিল ১ বিলিয়ন ডলার, এখন তা দাঁড়িয়েছে ৬০ বিলিয়ন ডলারে। এক কোটি প্রবাসীর পাঠানো রেমিট্যান্সে দূতাবাসগুলোরও ভূমিকা রয়েছে।”
মুক্তিযুদ্ধকালীন ফরেন সার্ভিসের অবদানের কথা স্মরণ করে তিনি জানান, ১৯৭১ সালের ১৮ এপ্রিল কলকাতায় গঠিত ডেপুটি হাইকমিশনে তখন ৬৫ জন কর্মকর্তা-কর্মচারী কাজ শুরু করেছিলেন।
বিআরইউ