ঐকমত্য কমিশনের বৈঠকে আলী রীয়াজ

নতুন বাংলাদেশের সম্ভাবনা তৈরি হয়েছে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫, ০১:০৫ পিএম
নতুন বাংলাদেশের সম্ভাবনা তৈরি হয়েছে

ফ্যাসিবাদী শাসনের পতনের পর এখন বাংলাদেশের সামনে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে আয়োজিত বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

আলী রীয়াজ বলেন, ‘এখন আমাদের কাজ সবাই মিলে যেন একটি নতুন বাংলাদেশ গড়তে পারি। যেন বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ফেরত না আসে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী রূপ নেয় এবং মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়।’

তিনি এনসিপি নেতাদের উদ্দেশে বলেন, ‘আপনারা প্রাণবাজি রেখে লড়াই করে ফ্যাসিবাদী শাসককে পলায়ন করতে বাধ্য করেছেন। এখন রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা জনগণের মধ্যে জাগ্রত হয়েছে।’

বৈঠকে সংস্কার কমিশনগুলোর সুপারিশ নিয়ে আলোচনার প্রসঙ্গে আলী রীয়াজ জানান, কিছু সুপারিশে একমত, কিছুতে ভিন্নমত রয়েছে। একমতের জায়গাগুলো চিহ্নিত করে এগিয়ে যাওয়া হবে এবং বাকিগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা চলবে।

তিনি আরও বলেন, ‘আমরা ইতিহাস থেকে জেনেছি, কিভাবে গণতন্ত্র বারবার পর্যুদস্ত হয়েছে, কিভাবে একটি ব্যক্তিকেন্দ্রিক শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছিল। এখন সেই ভুল আর করতে দেওয়া যাবে না।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

এনসিপির প্রতিনিধি দলে ছিলেন— আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা।

বিআরইউ