ঘুষ বাণিজ্যে অতিষ্ঠ কুষ্টিয়ার খোকসা উপজেলার বাসিন্দারা। সাব-রেজিস্ট্রি অফিস ও দলিল লেখকদের দুর্নীতির চক্রে সাধারণ সেবা গ্রহীতারা প্রায়ই হয়রানির শিকার হচ্ছেন। গত ৭ এপ্রিল দুদকের হাতে ঘুষের টাকা উদ্ধারের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ধরা পড়েছে আরও একটি ঘুষ দাবি ও জরিমানার ঘটনা।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) খোকসা উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ের দলিল লেখক বাহু বল্লভ সরকার এক সেবা গ্রহীতার নিকট থেকে পর্চার নকল তোলার জন্য ৪ হাজার টাকা ঘুষ দাবি করেন। ওই সেবা গ্রহীতা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুনকে জানালে তাৎক্ষণিকভাবে পরিচালিত মোবাইল কোর্টে বাহু বল্লভ সরকারকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন, খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।
এর আগে, ৭ এপ্রিল দুদকের একটি দল খোকসা সাব-রেজিস্ট্রি কার্যালয়ে অভিযান চালিয়ে ওই অফিসের নৈশপ্রহরী ও দালাল চক্রের সদস্য মো. হারুন অর রশিদের পকেট থেকে ঘুষের ৪০ হাজার টাকা উদ্ধার করে।
এ বিষয়ে সেবা গ্রহীতা মো. আনোয়ার হোসেন বলেন, ‘ভূমি অফিস, সাব-রেজিস্ট্রি অফিস এবং দলিল লেখকদের মধ্যে ঘুষ যেন নিত্যদিনের বিষয়। বহুবার অভিযোগ জানালেও ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এবার প্রশাসনের দ্রুত পদক্ষেপে আশার আলো দেখছি।’
উপজেলাবাসী বলছেন, ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে এমন দৃশ্যমান পদক্ষেপ না থাকলে বছরের পর বছর সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হবে।
বিআরইউ