পুলিশ সপ্তাহ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা

স্বপ্নের বাংলাদেশ গড়তে পুলিশকে এগিয়ে আসতে হবে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৫, ০১:৫৪ পিএম
স্বপ্নের বাংলাদেশ গড়তে পুলিশকে এগিয়ে আসতে হবে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার পুলিশ সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে সতর্ক করে বলেছেন, ‘আমরা এখন এক ধরনের যুদ্ধাবস্থায় আছি। অশুভ শক্তি আমাদের স্বপ্ন ও ঐক্য ভাঙতে সর্বোচ্চ শক্তি নিয়ে চেষ্টা করছে। এই পরিস্থিতিতে পুলিশকে আরও সজাগ থাকতে হবে এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে একেবারে তৎপর থাকতে হবে।’

তিনি বলেন, ‘দেশের জনগণের স্বপ্ন এবং জাতির ঐক্যকে রক্ষায় পুলিশ বাহিনীকে সশক্তভাবে ভূমিকা রাখতে হবে। কারণ দেশের ভেতরে এবং বাইরে নানা অপশক্তি যে কখনও সুযোগ নিতে পারে, সে বিষয়ে পুলিশকে সব সময় সতর্ক থাকতে হবে।’

ড. ইউনূস আরও বলেন, ‘গত ১৫ বছরে পুলিশ বাহিনীকে এক দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল, যার ফলে অনেক সৎ পুলিশ কর্মকর্তা জনরোষের শিকার হয়েছেন। এই পরিস্থিতি আর না হওয়ায় পুলিশ বাহিনীকে পেশাদারীভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে সরকার এখন নানা উদ্যোগ গ্রহণ করছে।’

এছাড়া, তিনি পুলিশ বাহিনীর পুনর্গঠন ও জনগণের আস্থার পুনঃপ্রতিষ্ঠায় সরকারের সব ধরনের পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করেন। ‘আমাদের বড় চ্যালেঞ্জ হলো, মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থার অভাব কমিয়ে এনে, পুলিশকে জনগণের বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত করা।’

ড. ইউনূস আরো বলেন, ‘বিশ্বের বুকে বাংলাদেশ এখন মাথা উঁচু করে দাঁড়াচ্ছে এবং এই অবস্থানকে শক্তিশালী করতে পুলিশ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শুধু জনগণের নিরাপত্তা নিশ্চিত করা নয়, পুলিশের কাজ হচ্ছে বাংলাদেশকে ‘স্বপ্নের বাংলাদেশ’ হিসেবে প্রতিষ্ঠা করা।’

তিনি বলেন, ‘বিগত কয়েক বছরে পুলিশ ও জনগণের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল, তা কমিয়ে আনা খুব জরুরি। পুলিশ যেন জনগণের কাছে ভয়ের নয়, বরং ভরসার প্রতীক হয়ে ওঠে, তা নিশ্চিত করতে হবে।’

ড. ইউনূস চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, ‘নির্বাচন একটি ঐতিহাসিক মুহূর্ত, যেখানে পুলিশকে নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে। সকল প্রার্থীর প্রতি সমান আচরণ এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের দায়িত্ব।’

তিনি বলেন, ‘নির্বাচনের আগে পুলিশকে সজাগ থাকতে হবে। কোনও প্রতিকূল শক্তি যেন নির্বাচনকালীন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে তাদের বিশেষভাবে মনোযোগী হতে হবে।’

প্রধান উপদেষ্টা নারী ও শিশু নিরাপত্তার বিষয়ে পুলিশ বাহিনীর আরও সংবেদনশীল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘যতদিন না নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা হবে, ততদিন পর্যন্ত আমরা এগিয়ে যেতে পারব না। পুলিশ বাহিনীকে জনসাধারণের আস্থা অর্জন করতে হবে, বিশেষত নারীদের কাছে।’

“আমরা যে ‘দ্বিতীয় বাংলাদেশ’ গড়ার স্বপ্ন দেখছি, সেখানে পুলিশকে অনবদ্য ভূমিকা পালন করতে হবে”,—উল্লেখ করে ড. ইউনূস বলেন, ‘এটি আমাদের দ্বিতীয় সুযোগ এবং আমরা যদি এই সুযোগ হারাই, তাহলে ভবিষ্যত প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।’

বিআরইউ