পদ্মা সেতুর উদ্বোধন বাধাগ্রস্ত করতে বিএনপির আগুন সন্ত্রাস: আমু

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জুন ১৩, ২০২২, ০৭:৪১ পিএম
পদ্মা সেতুর উদ্বোধন বাধাগ্রস্ত করতে বিএনপির আগুন সন্ত্রাস: আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, সরকারের উন্নয়ন মেনে নিতে না পারায় পদ্মা সেতুর উদ্বোধন বাধাগ্রস্ত করতে বিএনপি আগুন সন্ত্রাস করছে।

সোমবার (১৩ জুন) সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের সাবেক মুখপাত্র ও প্রায়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, পদ্মা সেতুর উদ্বোধনকে বাধাগ্রস্ত করতে ২০১৪ সালের মতো বিএনপি-জামায়াত আবারও অগ্নিসন্ত্রাস শুরু করেছে। ট্রেন, বাসে আগুন কোনো বিচ্ছিন্ন ঘটনা না।

স্মরণসভায় বক্তারা মোহাম্মদ নাসিমের কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বলেন, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ দমনে মোহাম্মদ নাসিমের মতো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে লড়াই চালিয়ে যেতে হবে। দেশে যখন শান্তি বিরাজ করছে, তখন দেশকে অস্থিতিশীল করতে পাঁয়তারা করছে বিএনপি। দলটি আন্দোলনের নামে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। কোনো অশান্তি হলে সরকারের সঙ্গে ১৪ দল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে বলেও জানান বক্তারা।

আমারসংবাদ/এবি