বিকেলে ফিরোজায় ফিরবেন খালেদা জিয়া

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: আগস্ট ৩১, ২০২২, ০২:১১ পিএম
বিকেলে ফিরোজায় ফিরবেন খালেদা জিয়া

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বুধবার (৩১ আগস্ট) বিকেল ৫টার দিকে হাসপাতাল থেকে নিজ বাসভবন ফিরোজায় ফিরবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার (৩১ আগস্ট) সকালে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড দুপুরে বৈঠক করবে। এরপর ম্যাডাম বাসায় ফিরবেন।

এর আগে গত ২৮ আগস্ট রোববার রাত পৌনে ৮টার দিকে নিজ বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া। সেখানে তিনদিন ধরে তার শারীরিক বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

৭৮ বছর বয়সি খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার নেতৃত্বাধীন একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে চিকিৎসা নিচ্ছেন। 

সর্বশেষ গত ১১ জুন এভারকেয়ার হাসপাতালে তার হৃদপিণ্ডের ব্লক অপসারণ করে একটি ‘স্টেন্ট‍‍` বসানো হয়েছিল।

বহু বছর ধরে আর্থ্ররাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। গত বছর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার ‘পরিপাকতন্ত্রে‍‍` রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথাও জানান চিকিৎসকরা।


টিএইচ