র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সবসময় সংস্কারের মধ্যেই আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, মার্কিন প্রতিবেদন পর্যালোচনা করে নেয়া হচ্ছে সংস্কারের ব্যবস্থা।
রোববার (২ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেল মানবপাচার নিয়ে অনুষ্ঠানে অংশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র্যাব নীতিমালা অনুযায়ী কাজ করে। মার্কিন প্রতিবেদনও খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, র্যাব যখন তৈরি হয়; তখন তাদের প্রশিক্ষণ দেয় যুক্তরাষ্ট্র। তিনি দাবি করেন, শাস্তিযোগ্য অপরাধ করলে কেউ শাস্তির বাইরে যায়নি। অনেক পুলিশ এবং র্যাব সদস্য জেল খাটছে বলেও জানান তিনি।
এবি