পুনরায় জামায়াতের আমির হলেন ডা. শফিকুর রহমান

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২২, ০৩:১৩ পিএম
পুনরায় জামায়াতের আমির হলেন ডা. শফিকুর রহমান

ফের জামাতের আমির হলেন ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে দলটির এক সূত্র থেকে এই তথ্য জানানো হয়।

সূত্র থেকে জানা যায়, জামায়াতে ইসলামির আমীর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ২০২৩-২০২৫ কার্যকালের জন্য  ডা. শফিকুর রহমান পুনরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর নির্বাচিত হয়েছেন।

ডা. শফিকুর রহমানের গ্রামের বাড়ি সিলেটের কুলাউড়ার ভাটারা এলাকায়। তার রাজনৈতিক জীবনের সূচনা জাসদ ছাত্রলীগের হাত ধরে। ১৯৭৪ সালে সিলেটের এমসি কলেজে উচ্চ মাধ্যমিকে পড়ার সময় জাসদ ছাত্রলীগে যোগ দেন। 

এরপর সেখান থেকে উত্তীর্ণ হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে এমবিবিএস ভর্তি হয়ে ছাত্রশিবিরে যোগ দেন। এই প্রতিষ্ঠানে পরবর্তীতে তিনি শিবির সভাপতি নির্বাচিত হন। পরে শহর ছাত্রশিবিরের সভাপতিও ছিলেন ডা. শফিকুর রহমান। 

জামায়াতে আসার পর ডা. শফিকুর রহমান সিলেট মহানগরীর আমির, অবিভক্ত জেলা আমির ও কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে বর্তমানে আমিরের দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য: সর্বশেষ ২০১৯ সালে ১৭ অক্টোবর ভোট শুরু হয়ে শেষ হয় ১০ নভেম্বর। ওই বছর ১২ নভেম্বর ডা. শফিকুর রহমানকে আমির হিসেবে ঘোষণা করা হয়েছিল।

টিএইচ