রাজধানীর নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশ সংঘর্ষ হয়। এতে দলটির বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। এই ঘটনায় অন্তত ১০ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।ঢাকা মেডিকেলে নেওয়া হলে সেখানে মকবুল হোসেনকে (৪০) মৃত ঘোষণা করেন চিকিৎকরা।
এদিকে মকবুল হোসেনের ভাই বলেছে সে রাজনীতির সাথে সম্পৃক্ততা ছিলো। তবে মকবুলের স্ত্রী দাবি করেন, মকবুল রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না।
নিহতের স্ত্রী জানান, মকবুল হোসেন কাপড়ে ডিজাইনিং এর কাজ করতেন। কাঁদতে কাঁদতে শুধু এটুকুই বলছিলেন, এর বেশি কিছু জানানোর পরিস্থিতিতে ছিলেন না তিনি।
বুধবার (৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে রায়টকার দিয়ে মুহুর্মুহু টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। নেতাকর্মীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে রূপ নেয়।
আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ ঘিরে কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। বিএনপি পল্টনে দলের কার্যালয়ের সামনে এ সমাবেশ করতে চায়। অন্যদিকে সরকার পল্টনে সমাবেশ করতে দিতে নারাজ। সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে এ সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে সেখানে সমাবেশ করবে না বিএনপি।
টিএইচ