ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেছেন, এই সমাবেশ এখন মহাসমাবেশে রূপ নিয়েছে। দেড় কিলোমিটার ছাড়িয়ে গেছে। মতিঝিল মুগদা যাত্রাবাড়ী পর্যন্ত লোক হয়েছে। এই সমাবেশ প্রমাণ করে শেখ হাসিনা আর এক মিনিটও ক্ষমতায় থাকার অধিকার নেই।
শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের শীর্ষ নেতাদের আটক করা হয়েছে। এই সরকার এখন বিএনপিকে ভয় পায়। তিনি জানেন ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছেন। ভোট চুরির সংসদে এখন আর কেউ থাকতে চায় না। এখন প্রয়োজন শেখ হাসিনার বিরুদ্ধে সেনসন।
আমান বলেন, শেখ হাসিনার ক্ষমতার দিন শেষ। এখন আমাদের শুধু মুক্তির আন্দোলন। তারেক রহমানকে দেশে আনার আন্দোলন।
শনিবার সকাল ১০টা ২০ মিনিটে কোরআন পাঠের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। ভোর থেকেই রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশে আসতে শুরু করেছেন বিএনপি কর্মীরা।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেল থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। রাতেই প্রায় ভরে যায় গোলাপবাগ মাঠ। শনিবার ভোর হতেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন কর্মীরা। ইতোমধ্যে বিএনপি কর্মীদের উপস্থিতি মাঠ ছাড়িয়ে নেমেছে সড়কে। মিছিল আর স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।
টিএইচ