বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের মাধ্যমে ৮১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আংশিক ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় গণভবনে সভাপতিমণ্ডলীর সভায় দলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘দলে পদ পাওয়ার জন্য অনেকে আমার কাছে এমনভাবে কান্নাকাটি করছে, মনে হচ্ছে পদ পাওয়াই তাদের জন্য সবকিছু। সেজন্য আজকের দিনটা আমার জন্য খুব চাপের।’
এ সভায় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া এবং শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদকের পদ এবং উপপ্রচার ও প্রকাশনা সম্পাদকের নাম ঘোষণা করা হতে পারে। এছাড়া একই সভায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দলের কার্যনির্বাহী সদস্যদের নাম ঘোষণা হবে বলে জানা গেছে। ২৮ জন কার্যনির্বাহী সদস্যের মধ্যে একজনেরও নাম ঘোষণা করা হয়নি। এছাড়া সভাপতিমণ্ডলীর দুটি পদ শূন্য রাখা হয়েছে। সেটিও পূরণ হতে পারে।
উল্লেখ্য, গেল শনিবার আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দশম বারের মতো আওয়ামী লীগের সভাপতি হয়েছেন শেখ হাসিনা। এবং টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক হয়েছেন ওবায়দুল কাদের। এ সম্মেলনের মধ্য দিয়ে নতুন যে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে, সেখানে বেশির ভাগ পদেই পুরনো নেতারা বহাল আছেন।
এআই