মায়ের জানাজায় অংশ নিতে শিমুল বিশ্বাসের প্যারোল আবেদন

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৩, ০২:৪৯ পিএম
মায়ের জানাজায় অংশ নিতে শিমুল বিশ্বাসের প্যারোল আবেদন

বিএনপি চেয়ারপার্সন বিশেষ সহকারী এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের মা খাদিজা বিশ্বাস বুধবার (১১ জানুয়ারি) ৭৮ বছর বয়সে রাত ৩ টায় পাবনার নিজ বাসায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে ৬ ছেলে ও মেয়ে নাতিনাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

শিমুল বিশ্বাস বর্তমানে কারাগারে আছেন প্যারোলে মুক্তি জন্য আবেদন করা হয়েছে বলে আমার সংবাদকে জানিয়েছেন বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা।

টিএইচ