জ্বালানি-গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবি পার্টির বিক্ষোভ

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৩, ১২:৪১ পিএম
জ্বালানি-গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবি পার্টির বিক্ষোভ

জ্বালানি, গ্যাস, বিদু্য তসহ ভোজ্যতেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মঙ্গরবার (২৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে।

সমাবেশে বক্তারা বলেন, দিনের পর দিন বিদুতের দাম, জ্বালানী তেলের দামসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলছে। জনগণকে নিরবভাবে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। খাদ্য, পোশাক ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে জনগণকে কষ্ট দিয়ে কোনো সরকার টিকে থাকতে পারেনি এবং পারবেও না।

এবি পার্টি ঢাকা মহানগর উত্তরের আয়োজনে এই সামাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, এএফএম সোলায়মান চৌধুরী আহ্বায়ক, মজিবুর রহমান মঞ্জু সদস্য সচিব, এডভোকেট তাজুল ইসলাম যুগ্ম-আহ্বায়ক। এছাড়াও মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

টিএইচ