বিএনপি আমলের তুলনায় আজকের পুলিশ ফেরেশতা: পরশ

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ০৭:১১ পিএম
বিএনপি আমলের তুলনায় আজকের পুলিশ ফেরেশতা: পরশ

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন,বিএনপির সময় পুলিশ বাহিনী তখন পুলিশ বাহিনী ছিল না। ছিল বিএনপির দলীয় লাঠিয়াল বাহিনী। সেই দলীয় লাঠিয়াল বাহিনীর তুলনায় আজকে আমাদের পুলিশ বাহিনী তো ফেরেশতা। তাদের পা ধুয়ে পূজা করা উচিত। পুলিশ বাহিনী আপনাদের যে পরিমাণ সম্মান দেয়। যে রকম আচরণ করে আপনাদের সঙ্গে। এমন তো আমাদের সময় আমরা পাইনি। সুতরাং আপনাদের উচিত এসব পুলিশ অফিসারের কাছে ক্ষমা চাওয়া।  

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে ‘পদযাত্রার নামে বিএনপি-জামাতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের ওপর হামলার প্রতিবাদে যুবলীগের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ ফজলে শামস্ পরশ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আহ্বান করে বলতে চাই, পুলিশ বাহিনীর ওপর যারা হাত উঠিয়েছে তাদের সিসি ক্যামেরা দেখে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। এখন শেখ হাসিনার বাংলাদেশের পুলিশ জনগণের সেবক হিসেবে পরিচিত। তারা জঙ্গিবাদ নির্মুল করেছে পুরো বিশ্বের সুনাম অর্জন করেছে।

বিএনপি নিজ স্বার্থ উদ্ধারের জন্য রাজনীতি করছে উল্লেখ করে যুবলীগের এ চেয়ারম্যান বলেছেন, চ্যালেঞ্জ করছি বিএনপি ২০০১ সালের ইশতেহারে কয়টা প্রতিশ্রুতি রক্ষা করেছে৷ আর আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে কি করেছি আপনারা দেখান। তারপর কোন মুখ নিয়ে জনগণের কাছে যাবেন। আপনাদের (বিএনপি) নেতা (তারেক জিয়া) তো পালিয়ে থাকে জনগণের সামনে আসতে চায় না। কারি কারি টাকার পাহাড়ের ওপর বসে বিদেশে পালিয়ে থেকে সরল-সহজ বাংলাদেশি জনগণ এবং তরুণদের ব্যবহার করছে। নিজের স্বার্থ উদ্ধারের জন্য। সর্বোপরি তিনি একজন প্রতারক এবং কাপুরুষ।  

তিনি বলেন, কোন একদিন তাদের মুখোশ উন্মোচিত হবে। সেই দিন দূরে নয় যেই দিন নিজ দলের নেতাদের দ্বারা বিএনপির এসব নেতা লাঞ্ছিত হবে। শুধু মাত্র ভণ্ডামি আর প্রতারণা করার জন্য। মিথ্যার ও প্রতারণার ওপর রাজনীতি বেশি দিন চালানো যায় না। বিএনপির বর্তমান পরিকল্পনা তারা লাশ চায়। দুই চারটা লাশ পড়লে তাদের (বিএনপি) উপকার হয়। দুই-চারটা লাশ ফেলে কীভাবে নির্বাচন বানচাল করা যায় এটাই বিএনপি চাচ্ছে।  

বিদেশিদের প্রেসক্রিপশনে এ দেশে কোন নির্বাচন হবে না উল্লেখ করে শেখ ফজলে শামস্ পরশ বলেন, ১০ মাস পরে নির্বাচন অবশ্যই হবে। জননেত্রী শেখ হাসিনার অধীনেই হবে। একটা কার্যকরী নিরপেক্ষ ও অবাধ এবং যথাযথ পদ্ধতিতেই নির্বাচন হবে। কোনো বিদেশি প্রভূদের প্রেসক্রিপশন অনুযায়ী বাংলার মাটিতে নির্বাচন হবে না। সুতরাং এসব পথে হেঁটে লাভ নেই। আপনাদের কুকীর্তির জন্য জনগণের কাছে গিয়ে মাফ চান এবং তাদের সেবা করুন। একই সঙ্গে জননেত্রী শেখ হাসিনার কাছে মাফ চান।

এবি