আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, খালেদা জিয়ার রাজনীতি করাতে আইনগত কোন বাধা নেই, তবে দন্ডিত হওয়ায় তিনি নির্বাচন করতে পারবেন না। যে দুটি শর্তে বেগম জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে সেখানে রাজনীতির কোন কথা নেই।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ সব কথা জানান তিনি।
খালেদা জিয়া তার দলীয় কার্যালয়ে গেলে বাধা হবে কী না- এমন প্রশ্নে মন্ত্রী বলেন, উনি কী করবে আর করবে না, এটা তার ব্যাপার। আমি উনাকে কী পরামর্শ দেব! আইনি পরামর্শের প্রয়োজন হলে উনাদের আইনজীবীদের কাজে লাগাতে পারে। না হলে আমার কাছে চিঠি লিখুক।
মন্ত্রী আরও বলেন, ২০১৪ আর ২০১৮ সালের নির্বাচন যেন সুষ্ঠু না হয় সেই চেষ্টা করেছে বিএনপি। তবে সংবিধান অনুযায়ী গত নির্বাচনের মতই আগামী নির্বাচন সুষ্ঠ হবে।
এবি