সংসদে হিন্দু সম্প্রদায়ের জন্য ৫০ আসন সংরক্ষণের দাবি

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: মার্চ ১১, ২০২৩, ০১:৫৪ পিএম
সংসদে হিন্দু সম্প্রদায়ের জন্য ৫০ আসন সংরক্ষণের দাবি

জাতীয় সংসদে হিন্দু সম্প্রদায়ের জন্য পৃথক ৫০টি সংরক্ষিত আসনের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট। শনিবার (১১ মার্চ) বেলা ১২ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে সংগঠনটি।

মানববন্ধনে হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, দেশে বিভিন্ন সময় হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনসহ নানা কারণে দেশের হিন্দু সম্প্রদায় দেশত্যাগ করতে বাধ্য হয়েছে এবং এখনো হচ্ছে। এজন্য এখন দেশ হিন্দু শুন্য হওয়ার পথে।

তিনি আরও বলেন, সংখ্যালঘু সমস্যা সমাধানে জাতীয় সংসদ সর্বদাই নিরব ভূমিকা পালন করছে। হিন্দু সম্প্রদায়ের সমস্যা নিরসনে তাদের কোনো ভূমিকা নাই। অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করার মত কোন সাংসদ জাতীয় সংসদে নেই।

গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, ১৯৮৮ সালে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল ও ৭২ এর সংবিধান ফেরতের দাবিতে গড়ে উঠা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের দাবি পুরণ না হওয়া সত্ত্বেও বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর তারা তাদের একমাত্র দাবি থেকে সরে এসে ভোল পাল্টিয়েছে।

অন্যান্য বক্তারা বলেন, ‘সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু সুরক্ষা আইন” নামে দুটি দাবি নিয়ে হিন্দু সমাজকে বিভ্রান্ত করছে, ব্লাকমেইল করছে। হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ এদেশের হিন্দু সম্প্রদায়ের সমস্যা সমাধান করতে চায় না, তারা মূলতঃ হিন্দু সমস্যাকে জিইয়ে রেখে নিজেদের সুযোগ সুবিধা আদায় করতে সর্বদা ব্যস্ত। একটি সমাজকে সুরক্ষার জন্য যা যা আইন দরকার, সেসব আইন বিদ্যমান আছে। রাজনৈতিক কারণে সেসব আইন বাস্তবায়ন হয় না। দেশে মানবাধিকার কমিশনও আছে। অতীতেও বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময় বহু কমিশন হয়েছে; তবে সে সব কমিশনের ফলাফল শূন্য।

তারা আরও বলেন, জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পূনপ্রতিষ্ঠার দাবি এখন জাতীয় দাবীতে পরিণত হয়েছে। যেহেতু দেশের হিন্দু সম্প্রদায় স্বাধীনতার আগে থেকেই সকল নির্বাচনে নিঃস্বার্থ ও একচেটিয়াভাবে আওয়ামী লীগকে ভোট দিয়ে সরকার গঠনে সহযোগীতা করে আসছে; সে কারণে হিন্দু সম্প্রদায় আশা করছে বিশ্বস্ততার প্রতিদান হিসাবে বর্তমান সরকার আগামী সংসদ অধিবেশনে হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবী ‘জাতীয় সংসদে সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা পূণপ্রতিষ্ঠা’র বিল উত্থাপন করবে ও পাশ করবে।

মানববন্ধনে হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়ের সভাপতিত্বে  বক্তব্য রাখেন, প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার পাল, প্রেসিডিয়াম মেম্বার অভয় কুমার রায়, সাংগঠণিক সম্পাদক সুশান্ত কুমার চক্রবর্তী, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট প্রতিভা বাকচী, যুগ্ম মহাসচিব নকুল কুমার মন্ডল, দপ্তর সম্পাদক কল্যাণ মন্ডল, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাড. অচ্যুতানন্দ ঘরামী প্রমুখ।

এআরএস