ঘূর্ণিঝড় মোখা: নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান বিএনপির

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: মে ১৪, ২০২৩, ০৩:১৩ পিএম
ঘূর্ণিঝড় মোখা: নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান বিএনপির

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় জনগণের পাশে থাকার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৪ মে) সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ নির্দেশনা প্রদান করেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘প্রবল ঘূর্ণিঝড় মোখা ধেয়ে আসছে। আমাদের চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ এই উপকূলীয় অঞ্চলগুলোতে ঘূর্ণিঝড় প্রবল বেগে আঘাত হানবে। ইতিমধ্যে ঝড়ের পূর্বের যে ঘটনাগুলো ঘটে সেগুলো শুরু হয়ে গেছে। আমি যেটা খবর পেলাম যে, বিকালে থেকে সবচেয়ে বড় আঘাতটা আসতে পারে…।’

ফখরুল আরও বলেন, ‘আমরা ইতোমধ্যেই দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে নির্দেশ দিয়েছি যে, এই প্রাকৃতিক দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানোর জন্য। সব রকমের সহযোগিতা যা সম্ভব তা করার জন্য তাদেরকে অনুরোধ করেছি। আমরা আশা করি জনগণও এই দুযোর্গ মোকাবিলা করবেন সাহসের সঙ্গে, অতীতে যেমন তারা মোকাবিলা করেছে সেভাবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এআরএস