আরামবাগে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পালটা ধাওয়া

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৩, ১০:৫৩ এএম
আরামবাগে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পালটা ধাওয়া
রাজধানীর আরামবাগে আজ শনিবার সকালে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। ছবি: নূর মোহাম্মদ মিঠু

পুলিশ অনুমতি না দিলেও রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।

আজ শনিবার (২৮ অক্টোবর) সকালে জামায়াতের ইসলামীর পূর্বঘোষণা অনুযায়ী মহাসমাবেশের স্থানে দলটির নেতাকর্মীরা জড়ো হতে চেষ্টা করলে এ ঘটনা ঘটে।

এর আগে সকালে রাজধানীর আরামবাগে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। শাপলা চত্বরে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়ে নেতাকর্মীরা।

এদিকে মতিঝিল-আরামবাগ এলাকায় বিপুল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছে। জামায়াতের নেতাকর্মীরা এসব এলাকার বিভিন্ন স্থানে অবস্থান নিলেও মতিঝিল এলাকায় অবস্থান নিতে পারছে না।

পুলিশের অনুমতি না পেলেও রাজধানীর শাপলা চত্বরেই মহাসমাবেশ করার ঘোষণা দিয়ে রেখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এদিন দুপুর ২টায় এ সমাবেশ শুরু হয়।

শুক্রবার (২৭ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সভা শেষে সাংবাদিকদের জানানো হয়, রাজধানীতে জামায়াতকে মহাসমাবেশের অনুমতি দেওয়া হবে না।

এআরএস/আরএস