তফসিল ঘোষণার প্রতিবাদে ১৯ ও ২০ নভেম্বর হরতাল ডেকেছে লেবার পার্টি

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৩, ০৮:৫৭ পিএম
তফসিল ঘোষণার প্রতিবাদে ১৯ ও ২০ নভেম্বর হরতাল ডেকেছে লেবার পার্টি

শেখ হাসিনার অধীনে নির্বাচন নিরপেক্ষ, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হওয়া সম্ভব নয় মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল দেশপ্রেমিক জনগণ ও রাজনৈতিক দলসমুহ প্রত্যাখান করেছে।

কারণ সরকারের আজ্ঞাবহ, দলদাস নির্বাচন কমিশন অবৈধ শেখ হাসিনাকে ক্ষমতা কুক্ষিগত করতে সিঁড়ি হিসাবে কাজ করছে। তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন এখন জনগণের প্রতিপক্ষ হিসাবে নিজেদের দাঁড় করিয়েছে।

তিনি অবৈধ তফসিল ঘোষণার প্রতিবাদে আগামী ১৯-২০ নভেম্বর রোববার ও সোমবার সারাদেশে সর্বাত্মক শান্তিপূর্ণ হরতাল কর্মসূচী ঘোষণা করে বলেন, আওয়ামী সন্ত্রাস, নৈরাজ্য, দুঃশাসন, লুটপাট ও অর্থপাচার বন্ধে জনগন রাজপথে শান্তিপূর্ণ অহিংস কর্মসূচি পালন করছে এবং করবে।তিনি বুধবার বিকাল ৪টায় পুরানা পল্টনে অবৈধ তফসিল ঘোষণার প্রতিবাদে ঢাকা মহানগর লেবার পার্টির আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

এআরএস