ফের হাসপাতালে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৪, ০৭:৩৫ পিএম
ফের হাসপাতালে খালেদা জিয়া

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে খালেদা জিয়াকে। 

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল সোয়া ৫ টায় গুলশানের বাসা ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্য রওনা হয় বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর। সন্ধ্যা সাড়ে ছয়টায় হাসপাতালে পৌঁছান তিনি।

খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের এক চিকিৎসক জানান, বেশ কয়েকটি রক্ত পরীক্ষা করা হবে খালেদা জিয়ার। পরীক্ষা শেষে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুয়ায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। পরীক্ষা শেষে বাসায় নেয়া হতে পারে বিএনপি চেয়ারপারসনকে।

প্রায় পাঁচ মাস চিকিৎসা শেষে গত ১১ জানুয়ারি হাসপাতাল থেকে বাসায় ফিরেন খালেদা জিয়া। সেদিন তার চিকিৎসক ডা. জাহিদ হোসেন জানান, শারীরিকভাবে কিছু সুস্থ থাকায় বাসায় রেখেই তাকে চিকিৎসা দেয়া হবে।

৭৮ বছর বয়সি এই সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, উচ্চ রক্তচাপ, কিডনিসহ নানা রোগে ভুগছেন। এরপর করোনায় আক্রান্ত হওয়াসহ বেশ কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

আরএস