মন্ত্রিপাড়ার সেই ৪২ নম্বর বাড়িটির বরাদ্দ হারালেন গোলাপ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৪, ০৬:৫০ পিএম
মন্ত্রিপাড়ার সেই ৪২ নম্বর বাড়িটির বরাদ্দ হারালেন গোলাপ
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান মিয়া (গোলাপ)। ছবি সংগৃহিত

মন্ত্রী কিংবা সরকারি কোনো পদে না থেকেও রাজধানীর মিন্টো রোড মন্ত্রিপাড়া বলে পরিচিত এলাকায় ৪২ নম্বর দুইতলা একটি সরকারি বাংলোয় থাকতেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান মিয়া (গোলাপ)। এখানে তিনি উঠেছিলেন ২০১৬ সালে। 

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব থাকায় তখন তিনি বাংলোটি বরাদ্দ পেয়েছিলেন। কিন্তু ২০১৮ সালের পর থেকে তিনি বিশেষ সহকারী ছিলেন না, তবুও ওই বাংলোটির বরাদ্দ বাতিল করা হয়নি, তিনিও ছাড়েন নি।

সম্প্রতি এ নিয়ে প্রশ্ন উঠলে গত ১৫ ফেব্রুয়ারি মিন্টো রোডের ৪২ নম্বরের সেই বাড়িটির বরাদ্দ বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়। পাশপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর নামে ওই বাড়িটি নতুন করে বরাদ্দ দেওয়া হয়।

এআরএস