সংসদে কার্যত জনগণের কোনো প্রতিনিধি নেই: নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৪, ০৩:১৭ পিএম
সংসদে কার্যত জনগণের কোনো প্রতিনিধি নেই: নুরুল হক নুর
ছবি: আমার সংবাদ

বর্তমান সংসদ গোপাল ভাঁড়ের ক্লাবে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, ‘এখানে রাজাকে বিনোদন দেওয়াই সংসদ সদস্যদের কাজ। এ সংসদে কার্যত জনগণের কোনো প্রতিনিধি নেই।’

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) আয়োজিত ‘একুশের চেতনায় নতুন বিপ্লব: এবার হবে জনতার সংসদ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন নুর।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘২০১৪ সালের সংসদ ছিল একটি ভুয়া সংসদ, ’১৮ সালে একটি নিয়ন্ত্রিত সংসদ ছিল এবং ’২৪ সালের সংসদ ডামি সংসদ। আমাদের সামনে সমস্যা আমরা জানি, এটার সমাধান কি হবে সেটাও জানি। কিন্তু কোনো কারণে আমরা সেটির পরিবর্তন করতে পারছি না।’

নুরুল হক নুর বলেন, ‘আমরা এমন এক জাতিতে পরিণত হয়েছি যেখানে আমাদের বই ছাপাতে প্রিন্টিং প্রেস পর্যন্ত নেই। আজ আমাদের পাঠ্যপুস্তক ছাপানো হচ্ছে ভারত থেকে। পাঠ্যপুস্তকের কারিকুলাম সিস্টেম কি হবে সেটাও ভারত থেকে ঠিক করে দেওয়া হয়। এই হচ্ছে দেশের অবস্থা।

বিআরইউ