ডামুড্যায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৫:৫০ পিএম
ডামুড্যায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন, ও অ্যাথলেটিক্স খেলার ফাইনাল ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার দিনব্যাপী উপজেলা মাঠে অনুষ্ঠিত ফাইনালের ক্রিকেট খেলায় বালক আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়, ভলিবলে চরমালগাও উচ্চ বিদ্যালয় ও ব্যাডমিন্টন আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।

বালিকাদের ব্যাডমিন্টন খেলায় আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে উপজেলা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মালেক উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুক, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার ফরহাদ হোসেন, আলহাজ্ব ইমাম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, আলহাজ্ব  আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, মীর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন, ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জামান হোসেন, ক্রীড়া পরিচালনা করেন ডামুড্যা হামিদিয়া কামিল মাদরাসার মো. হেলাল উদ্দিন, মিজানুর রহমান, আব্দুল জলিল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক প্রমুখ।

ইএইচ