‘২৪ ঘণ্টার আগে খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে কিছু বলা যাবে না’

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ২৪, ২০২৪, ১২:৫৯ এএম
‘২৪ ঘণ্টার আগে খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে কিছু বলা যাবে না’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হৃদপিণ্ডে পেসমেকার লাগানোর পর ২৪ ঘণ্টা পার না হলে তার শারীরিক অবস্থা সম্পর্কে কিছু বলা যাবে না বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

রোববার রাতে হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা বলেন ডা. জাহিদ।

ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার তিনটি ব্লক ছিল, সেগুলো সারানো হয়েছে। আমি বার বার বলতেছিলাম, যেকোনো সময় যেকোনো অঘটন ঘটে যেতে পারে। সেই অঘটনটি গত শুক্রবার রাতে ঘটতে যাচ্ছিল এবং সেই অবস্থায় মেডিকেল বোর্ডের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে ট্রান্সফার করে, তার যেই অবস্থা সেই অনুযায়ী তার চিকিৎসা শুরু করে। সবশেষ অবস্থা অর্থাৎ আজকে পারমানেন্ট পেসমেকার লাগানো হয়েছে। তিনি এখন চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য তার পরিবার ও দলের পক্ষ থেকে দোয়া চান ডা. জাহিদ।

ইএইচ