আন্দোলনকারীদেরকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানাল ইসলামী ঐক্যজোট

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ৩, ২০২৪, ০২:৪০ পিএম
আন্দোলনকারীদেরকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানাল ইসলামী ঐক্যজোট

আন্দোলনরত ছাত্রদের ঘরে ফিরে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী।

ছাত্রদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের সব দাবি মেনে নিয়েছে। এবার ঘরে ফিরে যাও। বাকি দাবিগুলো সরকারের সঙ্গে আলোচনায় বসে আদায় করার জন্য ছাত্রদের প্রতি অনুরোধ জানান তিনি।

প্রিয় মাতৃভূমির জন্য যে কোনো ত্যাগ স্বীকারে ইসলামী ঐক্যজোট প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার জাতীয় প্রেসক্লাবে জহুর হোসেন হলে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। 

এ সময় জোটের মহাসচিব মাওলানা মনিরুজ্জামান রব্বানী, জোটের নেতা আমজাদ হোসেন খোকন, আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

মাতৃভূমি রক্ষার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করার কথা বলেছেন, তা হলে বর্তমান পরিস্থিতিতে কবে থেকে আপনারা মাঠে নামবেন? জবাবে মিছবাহুর রহমান চৌধুরী বলেন, আগামী সেপ্টেম্বর থেকে মাঠে নামবে ইসলামী ঐক্যজোট। তবে এই মুহূর্তে জোটের নেতারা রাজপথে নমতে রাজি নন। কেননা ছাত্রদের ঘরে ফিরিয়ে নিয়ে রাজপথে লড়াই করবে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে। আশাকরি ছাত্ররা শিগগির ঘরে ফিরে যাবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ছাত্রদের এই ন্যায্য আন্দোলন বাংলাদেশ ইসলামী ঐক্যজোট দৃঢ় সমর্থন জানিয়ে আসছিলো। অহিংস এই আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে বিষয়টি দ্রুত নিষ্পত্তি করার জন্য আমরা বারবার সরকারের কাছে দাবি জানিয়েছি। আমরা বলেছিলাম, ছাত্রদের সঙ্গে দ্রুত আলোচনা করে তাদের দাবি বাস্তবায়ন না করলে ষড়যন্ত্রকারীরা কোমলমতি ছাত্রদের আন্দোলনে অনুপ্রবেশ করে ধ্বংসাত্মক কার্যকলাপ চালাতে পারে। সরকারের সংস্থাগুলো বা সরকার এ কথাগুলো আমলে নেয়নি। জনসমর্থিত একটি ঐতিহাসিক আন্দোলনকে সহিংস আন্দোলনে পরিণত করে সমস্ত আন্দোলনকে রক্তাক্ত করে দেওয়া হলো। দুই শতাধিক মানুষ মৃত্যুবরণ করলো এবং আহত হলো কমপক্ষে আরও দুই হাজার। মৃত্যুবরণকারীদের মধ্যে ছাত্র, সাধারণ পথিক, পুলিশ ও শিশুসহ নানা পেশার মানুষ। এই মৃত্যুর দায় কার?

ইএইচ