১৭ বছর পর খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব চালু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ২০, ২০২৪, ০১:১৬ এএম
১৭ বছর পর খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব চালু

দীর্ঘ ১৭ বছর পর চালু হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব।

সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুর রহমান খান খালেদা জিয়ার সব ব্যাংক হিসাব সচল করার নির্দেশনা দেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পরামর্শের পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে দীর্ঘ ১৭ বছর পর নিজের ব্যাংক হিসাব ফেরত পেলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ব্যাংক হিসাব ফ্রিজ (অবরুদ্ধ) করেছিল। পরে শেখ হাসিনার হিসাব খুলে দেওয়া হলেও খালেদা জিয়ার হিসাব অবরুদ্ধই ছিল।

২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠনের পর বিভিন্ন সময় খালেদা জিয়া তার হিসাব খুলে দেওয়ার আবেদন করলেও তা আমলে নেওয়া হয়নি।

গত ৫ আগস্ট ক্ষমতার পালা বদলের পর খালেদা জিয়ার আইনজীবী আহমেদ আজম ব্যাংক হিসাব খুলে দিতে এনবিআরে আবেদন করেন।

কর কর্মকর্তারা বলছেন, পুরোনো আইনের ১১৬এ ধারা অনুযায়ী বিএনপি চেয়ারপারসনের ব্যাংক হিসাব ফ্রিজ হয়েছিল। আইন অনুযায়ী এক বছর পর আদেশের কার্যকারিতা বাতিল হওয়ার কথা। কিন্তু এরপর ব্যাংকগুলো হিসাব অবমুক্ত না করায় সোমবার সব ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে।

ইএইচ