গুলশান ক্লাবের সদস্যপদ ফিরে পেয়েছেন তারেক রহমান

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪, ০৯:০৮ পিএম
গুলশান ক্লাবের সদস্যপদ ফিরে পেয়েছেন তারেক রহমান
বাঁ থেকে গুলশান ক্লাবের লোগো ও ব্যারিস্টার সুমাইয়া আজিজ। ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশান ক্লাবের তার সদস্যপদ ফিরে পেয়েছেন। বিগত সরকারের আমলে বেআইনিভাবে ক্লাবের নির্বাচনের আগের রাতে (২২ ডিসেম্বর ২০২৩) এক গোপন বৈঠকের মাধ্যমে তৎকালীন পরিচালনা পর্ষদ তার সদস্যপদটি বাতিল করে।

পরবর্তীতে বর্তমান বোর্ড বিষয়টি জানতে পেরে গুলশান ক্লাবের পরিচালক (আইন), ব্যারিস্টার সুমাইয়া আজিজ, একটি ল’ কমিটি গঠন করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে সে কমিটি সদস্যপদ পুনঃবহাল করেন।

মঙ্গলবার (০৮ অক্টোবর) গুলশান ক্লাবের ১৪তম বোর্ড মিটিংয়ে বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি করে তারেক রহমানের সদস্যপদ পুনঃবহাল করা হয়।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ব্যারিস্টার সুমাইয়া আজিজ জানান, একজন আইনজীবী হিসেবে প্রত্যেকটি সদস্যের সদস্য পদ রক্ষা এবং তার অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এ ধরনের বেআইনি পদক্ষেপ যেমন দুঃখজনক, তেমনি প্রশ্নবোধক। গুলশান ক্লাব একটি পরিবার, এর একজন সদস্য (পরিচালক) হিসেবে সব সদস্যের জন্য নিবেদিতভাবে আমরা কাজ করার চেষ্টা করছি।

আরএস