ফেনীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

ফেনী জেলা প্রতিনিধি: প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৪, ১২:৫৫ পিএম
ফেনীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

ফেনী এসে পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সীমান্তের মোহাম্মদ আলী বাজার এলাকায় পৌঁছলে স্থানীয়  জেলা বিএনপির পক্ষ থেকে তাঁদের অভ্যর্থনা জানানো হয়।

এর আগে সকাল সাড়ে ৭ টার দিকে রাজধানীর বাসা থেকে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে সাথে নিয়ে ফেনীর উদ্দেশ্যে রওনা হন তিনি।

ফেনীর পরশুরাম পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব বিষয়টি নিশ্চিত  করে  জানান, মহাসচিবের গাড়ি বহরে যুগ্ম-মহাসচিব এ্যানী ছাড়াও চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসও রয়েছেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু জানান,  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পৈত্রিক বাড়ি ফুলগাজীর শ্রীপুরে ‘বন্যাদুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও অসহায় পরিবারকে ঘর তৈরি উপকরণ বিতরণ’ করবেন। এরপর বিকেলে ছাগলনাইয়া আদালত চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভায়া অংশ নেবেন।

সমাবেশে মির্জা ফখরুল ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, উপদেষ্টা আবদুস সালাম ও জয়নাল আবদীন ভিপি, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর দক্ষিন সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারসহ জাতীয় ও স্থানীয় নেতারা অংশ নেবেন। জনসভা শুরুর আগমুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হবে।

বিআরইউ