নুরুল হক নুর

রাতারাতি নির্বাচন হলে সিস্টেমের পরিবর্তন হবে না

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৪, ০৫:৫০ পিএম
রাতারাতি নির্বাচন হলে সিস্টেমের পরিবর্তন হবে না

ডাকসুর সাবেক ভিপি ও গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, রাতারাতি নির্বাচন হয়ে গেলে এই সিস্টেমের পরিবর্তন হবে না। এজন্য আমরা বলছি অন্তত এ সরকারকে দুই বছর থেকে সে পরিবেশটা তৈরি করতে হবে।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার অফিসার্স ক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত-নিহতদের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা সবাই যার যার সুবিধা পদ-পদবি কিংবা রাজনৈতিক প্রভাব বিস্তার নিয়ে ব্যস্ত হয়ে গেছি। কিন্তু যে মানুষগুলো জীবন দিল, তাদের পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে না। শহীদ পরিবার অভিযোগ করেছে, পুলিশ শহীদের কাগজ নিতে এক হাজার টাকা চেয়েছে। এটা খুবই জঘন্য কাজ। আমি আমাদের দলের পক্ষ থেকে একটি প্রোগ্রাম করে প্রত্যেক শহীদ পরিবারকে এক লাখ টাকা করে দেব।

সভায় আরও বক্তব্য দেন- শহীদ আতিকের বাবা শাহ আলম হাওলাদার, শহীদ সাগর গাজীর ভাই সোহাগ গাজী, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, গলাচিপা উপজেলা শ্রমিক অধিকারের সদস্য সচিব আমীর হোসেন।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মেজর মুহিত, গলাচিপা থানার ওসি মো. আসাদুর রহমান, গলাচিপা উপজেলা জামায়াতের আমির জাকির হোসেন, গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সোহরাব মিয়াসহ শহীদ পরিবারের সদস্যরা।

বিআরইউ