রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না— অন্তর্বর্তী সরকারকে ফখরুল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৪, ০৮:১০ পিএম
রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না— অন্তর্বর্তী সরকারকে ফখরুল

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না। বিএনপিসহ রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করছে বলেও জানান তিনি।

শুক্রবার বিকেলে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের কারও কারও বক্তব্যে ক্ষতি হচ্ছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সবাই এখন এমন এমন বক্তব্য দিচ্ছেন, তাদের নিজেদের ক্ষতি হচ্ছে। সতর্ক থাকা খুবই জরুরি। গতকাল একজন উপদেষ্টা মন্তব্য করেছেন, ‘রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে।’ এই বক্তব্য মারাত্মক। সবাই বিশেষ করে বিএনপি এই সরকারকে সমর্থন করছে। কেননা তারা তাদের কাজ শেষ করে নির্বাচন দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ করে দেবে। তাই উপদেষ্টার সেই বক্তব্যের তীব্র নিন্দা, প্রতিবাদ এবং বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

তিনি বলেন, পতিত সরকার ভারতে আশ্রয় নিয়ে অ্যাকটিভ হচ্ছে। আবার ক্ষমতা দখলের জন্য ফিরে আসতে পারে। তাই এখন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অ্যাকটিভ হতে হবে যেন তারা আর ফিরে আসতে না পারে। মিডিয়ার মাধ্যমে বেশি অ্যাকটিভ হতে হবে। আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাকটিভ।

সবাইকে কথাবার্তায় সংযত হওয়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, চরম ক্লান্তিকাল অতিক্রম করছে পুরো জাতি। এমন কোনো কথা বলা যাবে না, যাতে করে নিজেদের ক্ষতি হয়। প্রতিটি মুহূর্তে সতর্কতার সঙ্গে চলতে হবে।

ইতিহাস বিকৃতির ষড়যন্ত্র হচ্ছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, গত ১৫ বছরের মতো আবার কেউ যাতে ইতিহাসকে বিকৃত না করতে পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে।

ইএইচ