সাবেক মন্ত্রী কায়কোবাদ

প্রশাসনকে জনগণের লক্ষ্যের উপরে চিন্তা করে কাজ করতে হবে

এম এইচ শুভ, মুরাদনগর (কুমিল্লা) প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫, ০৪:১৫ পিএম
প্রশাসনকে জনগণের লক্ষ্যের উপরে চিন্তা করে কাজ করতে হবে

জনগণের লক্ষ্যের উপরে চিন্তা করে প্রশাসনকে কাজ করতে হবে, যদি এমনটা না করেন তাহলে আপনাদের বিরুদ্ধেও আন্দোলন হবে বলে প্রশাসনকে হুঁশিয়ার দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

বুধবার রাতে মুরাদনগর উপজেলার ডিআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শোকরানা ও দোয়া মাহফিলে এমন মন্তব্য করেন তিনি।

এ সময় ইউএনও এবং ওসিদের উদ্দেশ্যে তিনি বলেন জালিম সরকার বিদায় নিয়েছে তবে এখনও কেন অনেক ইউএনও, ওসি কথা বলতে ভয় পায়। আপনারা কেন ভয় পান, আপনাদের সমস্যা কোথায় প্রকাশ করুন। আপনাদের অফিসে যারা যাবে হাসিমুখে তাদের গ্রহণ করবেন, কথা বলবেন, তাদের সুবিধা অসুবিধা দেখবেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণকে সন্তুষ্ট করতে পারলে এবং গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলে অন্তর্বর্তী সরকারের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

এ সময় তিনি বলেন, মিথ্যা মামলায় যারা কারাগারে আছে তাদের দ্রুত সময়ের মধ্যে মুক্তি দেয়াটাও এই সরকারের একটা ভাল কাজ হবে। তাদেরকে দ্রুত সময়ের মধ্যে এটা করা উচিত।

পতিত সরকারের নির্যাতনের শিকার শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দীর্ঘ তেরো বছরের নির্বাসিত জীবন শেষে বুধবার রাতে জন্মস্থান মুরাদনগরে প্রত্যাবর্তন করেছেন।

কায়কোবাদকে বহনকারী গাড়ি বহরটি মুরাদনগর উপজেলা সদরে প্রবেশ করলে তাকে একনজর দেখতে নেতাকর্মীসহ সকল শ্রেণীপেশার নারী-পুরুষের ঢল নামে।

দীর্ঘদিন পর মুরাদনগরে এসে উপজেলা বিএনপি আয়োজিত শোকরানা ও দোয়া মাহফিলে অংশ নেন তিনি। এরপর মুরাদনগর কেন্দ্রীয় কবরস্থানে পিতামাতার কবর জিয়ারত শেষে মুরাদনগরস্থ বাসভবনে পৌঁছানো।

শোকরানা ও দোয়া মাহফিলে এ সময় উপস্থিত ছিলেন কায়কোবাদের ছোট ভাই কেএম মুজিবুল হক, কাজী জুন্নুন বসরী, কাজী শাহ আরেফিন, হেফাজতে ইসলামের মুরাদনগর উপজেলা সভাপতি মুফতি আমজাদ হোসাইন, সাবেক চেয়ারম্যান সৈয়দ তৌফিক আহাম্মেদ মীর, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মুজিবুল হক, যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহাম্মেদ, কামাল উদ্দিন ভূইয়া, আবদুল আজিজ মোল্লা, আমজাদ আলী তছু সহ বহু ওলামায়ে কোরাম গণ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ ধর্ম বর্ণ নির্বিশেষে লক্ষাধিক মানুষ উপস্থিত ছিলেন।

ইএইচ