প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য বিতরণ করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী।
দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়ও বিশেষ দোয়া করা হয়।
রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ায় সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে শীতবস্ত্র ও খাদ্য বিতরণ কর্মসূচীর আয়োজন করে ‘শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি পরিষদ’।
এসময় শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, মরহুম আরাফাত রহমান কোকো এবং ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ ও জুলাই আগস্ট ২০২৪ আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আরএস