মহিলা বিভাগ ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ০৮:৩৫ পিএম
মহিলা বিভাগ ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

কল্যাণমুখী আধুনিক ইসলামী রাষ্ট্র বিনির্মাণ ও জনমানুষের আকাঙ্ক্ষা পূরণে দেশে সৎ, দক্ষ, যোগ্য নেতৃত্ব গঠন করতে হবে - মাওলানা রফিকুল ইসলাম খান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক আমীর মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন আদর্শ নেতৃত্ব গঠনে দ্বীনের গভীর জ্ঞান অর্জনের মাধ্যমে নারী পুরুষের স্ব স্ব জায়গায় নিজেদেরকে নেতৃত্বের উপযোগী করে করে গড়ে তোলাই আমাদের ভিশন। সমাজ পরিচালনায় সর্বস্তরে আল্লাহ ও তার রাসুল (সা) এর একনিষ্ঠ আনুগত্য প্রতিষ্ঠার জন্য আমাদের নিরলসভাবে কাজ করে যেতে হবে।

ধৈর্যশীলতা, দৃঢ়তা ও আল্লাহর উপর নির্ভরতাকে অবলম্বন করে নিষ্ঠার সাথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যপানে এগিয়ে যেতে হবে। নৈতিক আদর্শিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে পুরুষের পাশাপাশি নারীদেরকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

আজ মঙ্গলবার (৭ই জানুয়ারি) সকাল ৯:৩০ মিনিটে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনের মাল্টিপারপাস হল ও কাউন্সিল হলে ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগের উদ্যোগে থানা কর্মপরিষদ, ওয়ার্ড সভানেত্রী, সেক্রেটারিদের অংশগ্রহণে আয়োজিত বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন প্রোগ্রামের প্রথম অংশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের মহিলা বিভাগীয় সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীনের সভাপতিত্বে এবং ঢাকা মহানগরী দক্ষিণ মহিলা বিভাগীয় সহকারী সেক্রেটারি মাহবুবা খাতুন শরিফার সঞ্চালনায় ওরিয়েন্টেশন প্রোগ্রামের প্রথম অংশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল।

ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ আব্দুল মান্নান দারসুল কুরআন উপস্থাপন করার সময় বলেন, ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে আল্লাহর পথে প্রাণান্তকর প্রচেষ্টা চালাতে হবে যেন আমরা আল্লাহ অভিমুখী হয়ে চূড়ান্ত সফলতা অর্জন করতে পারি।

২য় অংশে ওরিয়েন্টেশন প্রোগ্রামের প্রধান আকর্ষণ বার্ষিক পরিকল্পনা উপস্থাপন করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের মহিলা বিভাগীয় সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন।

১ম অংশে বিশেষ অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, সকল শ্রেণীপেশার বোনদের নিকট ইসলামের সুমহান দাওয়াত পৌঁছানোর লক্ষ্যে কুরআন প্রশিক্ষণের ধারাবাহিকতা রক্ষা করা আমাদের ঈমানী দায়িত্ব। তিনি আদর্শ পরিবার ও সমাজ গঠনে পরিবারভিত্তিক দাওয়াত দানে আরো তৎপর হওয়ার প্রতি গুরুত্ব প্রদান করার আহ্বান জানান।

এছাড়াও ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য রিকতা বেগম, উম্মে কুলসুম রিনা, দিলারা বেগম,নার্গিস খান, তানহা আজমী, মাহমুদা নাজনীন, সেলিনা পারভীন, সেলিনা আক্তার, ড. জান্নাত আরা শেলি, ড. ফেরদৌস আরা খানম, তাহমিনা আক্তার সুরমা প্রমুখ।

আরএস