বাংলাদেশ জামায়াতে ইসলামী ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় গাংগুটিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বালিয়াপাড়া জালসা এলাকার কেন্দ্রীয় জামে মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বিভিন্ন ওয়ার্ড থেকে জামায়াতে ইসলামী ও শিবিরের নেতাকর্মীরা সভাস্থলে প্রবেশ করেন।
আয়োজিত সাধারণ সভায় এলাকার শিক্ষানুরাগী সমাজসেবক লতিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- ঢাকা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুর রউফ।
সভায় গাংগুটিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ কবীর উদ্দিন সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- ধামরাই থানা জামায়াতের আমির মাওলানা আবদুল হালিম, থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল হাশেম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুর রউফ বলেন, জামায়াতে ইসলামী এখন সাধারণ জনতার একমাত্র ভরসার জায়গা হয়ে উঠেছে। জনগণের কাছে পরিষ্কার জামায়াতে ইসলামী হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যাদের মধ্যে নেই কোনো জুলুম, চাঁদাবাজি ও দখলদারিত্ব। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এদেশের মানুষ নিরাপদে থাকবে মানুষ এটি বুঝতে শুরু করেছে। মানুষ তাদের হারিয়ে যাওয়া ন্যায্য অধিকার ফিরে পাবে। জনসাধারণের ভাগ্যের পরিবর্তন ঘটবে। আমরা জনগণের পাশে থেকে সমাজে সভ্যতা ফিরে আনবো। সমাজের মা বোনের নির্বিঘ্নে থাকতে পারবে এমন একটি সমাজ গড়ে তুলবো।
ইএইচ